শ্রী অরবিন্দ ধর | বর্তমানকণ্ঠ ডটকম:
জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেড দাবিতে নেত্রকোণায় প্রাথমিকের সহকারি শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নেত্রকোণা পিটিআইয়ের প্রাথমিকের সহকারি শিক্ষক প্রশিক্ষণার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক সুবীর কুমার সাহা.দেলোয়ার জাহান রণি, ইশিতা্ আইনসহ অন্যরা।
বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের এক গ্রেড নীচে ১১তম গ্রেডের দাবি সহকারি শিক্ষককদের দিতে হবে। কেন সহকারি শিক্ষকদের অমানবিকভাবে প্রধান শিক্ষকদের সাথে এতো ব্যবধান রাখা হবে। এটা সহকারি শিক্ষকেরা মেনে নেবেনা। দ্রুত দাবি মেনে নিতে আহবান জানান বক্তারা।