বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

নেত্রকোনায় অসীম কুমার উকিলের বিশাল নির্বাচনী জনসভা

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

নেত্রকোনা সংবাদদাতা:
আসছে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনা -৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাবু অসীম কুমার উকিলের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদীয় এলাকার প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকাল পর্যন্ত কেন্দুয়া ছোট-বড় বর্ণাঢ্য মিছিলে মিছিলে ছিল মুখরিত।

বুধবার(২৬ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, বর্তমান সাংসদ ইফতেখার উদ্দিন পিন্টু, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ। এ সময় এই আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদেরও মঞ্চে আসন গ্রহণ করতে দেখা যায়।

জনসভায় অসীম কুমার উকিল বলেন,‘আজ বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করতে পারে এমন রাজনৈতিক শক্তি বাংলার মাটিতে নেই।’ জনসভায় উপস্থিত সমর্থকদের কাছে নৌকায় ভোট দেয়ার দাবি রাখেন তিনি।

জনসভাটি সঞ্চালনা করেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ