শ্রী অরবিন্দ ধর,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী ২০১৮: “যেতে হবে বহুদূর” এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় বৃহস্পতিবার দৈনিক যুগান্তরের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে আনন্দ শোভাযাত্রা ,আলোচনা সভা, কেক কাটা হয়। সকালে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. আশরাফুল আলম এর নেতৃত্বে জেলা প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দুপুরে জেলা প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় ‘১৯বছরে তারুণ্যদীপ্ত যুগান্তর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন স্বজন সমাবেশের উপদেষ্টা, যুগান্তর জেলা প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম। সভা সার্বিক পরিচালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম রিপন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যমলেন্দু পাল, সাংস্কৃতিক সংগঠন শিকড় উন্নয়ন কর্মসূচীর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক খানে আলম খান, যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, সিনিয়র সাংবাদিক একেএম আব্দুল্লাহ, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, দৈনিক বাংলার নেত্র-এর সম্পাদক কামাল হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সুজাদুল ইসলাম ফারাস প্রমুখ। সভা শেষে আনন্দঘণ পরিবেশে স্বজনদের নিয়ে “১৯ বছরে যুগান্তর ” এর কেক কেটে শিশুদের মুখে তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক অরবিন্দ ধর। বর্ণাঢ্য আয়োজনে জনপ্রতিনিধি, আমলা, নারী নেত্রী, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ, পুলিশ, আইনজীবী, কবি-সাহিত্যিক, আলোকচিত্রী, মনোবিজ্ঞানী, ক্রীড়াবিদ, প্রযুক্তি ও পরিবেশবিদ এবং সংবাদ মাধ্যমের কর্মীগণ অংশ নেন।