নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,২৪ জুলাই ২০১৮: নেত্রকোনার খালিয়াজুড়ীতে ডাকাতি করতে গিয়ে গুলি করে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওসমান গণি, কাউসার আহমদ ও তাহের।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালে ৪ সেপ্টেম্বর রাতে খালিয়াঝুড়ি উপজেলার আদমপুর গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি বাড়িতে ডাকাতরা হানা দিলে স্থানীয়রা টের পায় তাদের ঘিরে ফেলে। এসময় গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। তখন ডাকাতদের গুলিতে মনোরঞ্জন সরকারের ছেলে চয়ন নিহত হন।
মনোরঞ্জন ওই রাতেই থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২০১৩ সালের ২৪ জানুযারি ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।