শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের কর্মীরা

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ইমু চৌধুরী, বর্তমানকন্ঠ ডটকম : করোনা সংক্রমণের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় নোয়াখালী জেলার মাঈজদীতে অসহায় ও দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগে নেতৃবৃন্দের নির্দেশে এ কর্মসূচি গ্রহণ করেছেন তারা।

নোয়াখালী কলেজ ছাত্রলীগ এর সাবেক আহবায়ক তৌহিদ উদ্দিন পিয়াস, নোয়াখালী কলেজ ছাত্রলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক ইমরানুল আজিম চৌধুরী (ইমু)র নেতৃত্বে শুক্রবার সকাল ৮ থেকে ধান কাটা শুরু করে ১২ টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করে। এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন শাকিল, দেলোয়ার হোসেন তুহিন, আমির হোসেন সোহেল, নূর হোসেন শ্রাবণ, মোঃ ফয়েজ, সাইফুল ইসলাম শামীম, পারভেজ হোসেন ও নাদিমুর রহমান প্রমুখ।

কৃষক কাদের মিয়া বলেন, জমির ধান পেকেছে কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, এনিয়ে খুব চিন্তিত ছিলাম। এমতাবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে। এ ধান কেটে দেওয়ায় আমি খুবই উপকৃত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ