শ্রী অরবিন্দ ধর,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৯ জানুয়ারী ২০১৮: আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগের নেতা-কর্মীদের ঐক্য চাই। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে।
১৯ জানুয়ারী শুক্রবার বিকালে তিনি আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কোণাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এক নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এন্ট্রাস মিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির ভুইয়া,আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু , সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের মিলু , হাজী মোজাম্মেল হক।
নব্বইয়ের ছাত্রনেতা অসীম কুমার উকিল আরো বলেন, আমি যেমন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী , তেমনি বর্তমান সাংসদ , সাবেক সাংসদসহ আরো অনেকেই মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন করতে মনোনয়ন সবাই চাইতে পারেন। এতে দোষের কিছু নেই। কিšুÍ মাথায় রাখতে হবে আমরা সবাই আওয়ামী লীগের । বঙ্গবন্ধুর আদর্শ আমাদের পথচলা। এখানে কোন বিরোধ নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্যে মাঠে কাজ করেে যেতে হবে। দল যাকেই মনোনয়ন দেবে তাকেই জয়ী করতে সবাইকে কাজ করতে হবে।
জনসভায় অপু উকিল বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ সহাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। এর জন্যে নারী সমাজকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সরকারের উন্নয়নগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। এই উন্নয়ন ও মর্যাদাকে ব্যাহতভাবে এগিয়ে নিতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।