নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,২১ জানুয়ারী ২০১৮: রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লার ছেলে অনিক আজিজ স্বাক্ষরের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাতটার দিকে ৫ নম্বর ভবনের ৬০৪ নম্বর ফ্লাট থেকে অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
শেরে-বাংলা নগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস ইত্তেফাক অনলাইনকে জানান, খবর পেয়ে আমরা সকাল সাতটার দিকে অনিকের বেডরুম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। প্রাথমিক তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সনাক্ত হয়নি। মৃত্যুর কারণ সনাক্তের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরো বলেন, পরিবারের অভিযোগ তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মৃতের চাচা বাদী হয়ে শেরে-বাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।