নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২০ জানুয়ারী ২০১৮: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পের ৫১ দশমিক ৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য জানান কাদের।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে যান সেতুমন্ত্রী। পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। যথাসময়ে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প।’
এ সময় পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।