শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

পায়ে হেঁটে ১৫০ কি.মি. পাড়ি দেবে চট্টগ্রাম কলেজের চার রোভার

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবে চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ’র চার রোভার স্কাউট সদস্য। শনিবার (৫ ডিসেম্বর) থেকে আগামী বুধবার (৯ ডিসেম্বর) ২০২০ তারিখ পর্যন্ত চট্টগ্রাম কলেজ থেকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত রোভার স্কাউট প্রোগ্রামের ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবেন তারা। যাত্রাপথে সচেতনতামূলক স্যাশ ধারণ করে মুজিব শতবর্ষ, প্লাস্টিক দূষণ, করোনা ভাইরাস ও ডেঙ্গু বিষয়ে জনগণের মাঝে সচেতনতা ও সর্তকতা সৃষ্টি করবে পরিভ্রমণকারী রোভার সদস্যরা। পরিভ্রমণকারী রোভার সদস্যরা হলেন- রোভার তৌহিদুল আলম, রোভার মঈন উদ্দীন, রোভার মুহাম্মদ জানে আলম এবং রোভার জাহিদ হাসান।

প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাপ্তির লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ