ফরিদপুরে সড়ক ডিভাইডারের উপর ফেলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের পশ্চিম খাবাসপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের উপর কাপড়ে মোড়ানো অবস্থায় ঐ নবজাতকের লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাস্তার পারাপারের সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো কিছু একটি দেখতে পাওয়া যান লোকজন। কাপড়টি সরানোর পর বাচ্চাটির মাথা ও পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেন তারা। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, সড়ক ডিভাইডারের উপর থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।