গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৫ নভেম্বর ২০১৭: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়।
আনন্দ র্যালীতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলায়মান, গাজীপুর জেলা জজ কোর্টের জিপি এডভোকেট মো: আমজাদ হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রাহেনুল ইসলাম সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা।