নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, রবিবার, ১৮ ফেব্রুয়ারী: সিলেটে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করা শ্রীলঙ্কার প্রথম উইকেট শিকার করলেন অনিয়মিত বোলার সৌম্য সরকার। গুনাথিলাকাকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম উইকেটের দেখা পেলেন তিনি। দলীয় ৯৮ রানে দলটির প্রথম উইকেটের প্রথম পতন হয়।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। এই মাঠে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে।
গত ১৫ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। সিরিজে হার এড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই এই ম্যাচে জিততে হবে।