শ্রী অরবিন্দ ধর,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার,১৪ জুন ২০১৮: বাংলাদেশ মানবাধিকার কমিশন নেত্রকোণা সদর উপজেলা শাখার উদ্যোগে মোক্তারপাড়া নেত্রকোণা জেলা প্রেসক্লাব ক্যান্টিনে বুধবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়, এতে দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল হক। অনুষ্টানের ১ম পর্বে সদর উপজেলা নির্বাহী কমিটির সভাপতি মনিরুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজ্জাত হোসেনের সঞ্চালনায় মানবাধিকার কমিশনের কার্যক্রম বিষয়ে জ্ঞানগর্ব আলোচনা করেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি সহ সভাপতি সর্ব আইনজীবী রেজাউল করিম, শ্রী সিতাংশু বিকাশ আচার্য চৌধুরী, শ্রী বোমকেশ ভট্টাচার্য, সাধারন সম্পাদক আইনজীবী মহিদুর রহমান তালুকদার লিটন, সহ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার কমিশনের সিনিয়র কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শ্রী অরবিন্দধর এবং সদর উপজেলা মানবাধিকার কমিশন কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল (শোভন), আজিজুল ইসলাম , মোঃ মাহাবুব আলম, যুগ্ন সম্পাদক শরীফা আক্তার বর্ষা, নূরুল আমীন, কোষাদক্ষ মোঃ আমিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তানভীর হাসান খান, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহাম্মদ খান, দপ্তর সম্পাদক তারেক চৌধুরী ।
কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আবুল হোসেন, মুনসুর হোসেন চৌধুরী, অহিদুজ্জামান খান(মামুন), মোঃ সারোয়ার পারভেজ বাবু, সাখাওয়াত হোসেন খান, গোলাম কিবরিয়া, মোঃ বাবুল শেখ, মোঃ আলমামুন , সাব্বির রহমান, শেখ আরাফাত সহ আরো অনেকেই।
রোযাদার গন পবিত্র মাহেরমজান ইফতার, দোয়া, নামাজ এর মাধ্যমে আল্লাহ্তালার নৈকট্য লাভের জন্য মানব কল্যাণ প্রয়াসে কাম, ক্রোধ, লোভ,মোহ, বর্জন করে আত্মসংযমের ব্রত পালনে আত্মশুদ্ধির মাধ্যমে সত্য -সুন্দরের পথে চলার প্রচেষ্টারত হয়। রাসুল ও পবিত্র কোরআনের আদর্শ হৃদয়ে সঞ্চয় করার অতি উত্তম সময় এই মাহেরমজান – দোয়া পরিচলনাকালে জনৈক রোযাদার প্রতিবেদকের কাছে এ অনুভূতি ব্যাক্ত করেন। অবশেষে সভাপতি সকলের কাছে দোয়া চেয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা দেন।