নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭: বার্সেলোনার ভক্ত-সমর্থকদের জন্য সুখবর। নেইমার যাওয়ার পর তার জায়গায় রেকর্ড ট্রান্সফারে দলে নিয়ে আসা উসমান দেম্বেলে মাঠে ফিরছেন।
দলে যোগ দেয়ার পরেই তিনি ইনজুরিতে পড়েছিলেন। এতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান দেম্বেলে।
লা লিগায় গত সেপ্টেম্বরে গেটাফের বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন দেম্বেলে। এর পর থেকে ডাক্তারদের পরামর্শ মেনে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এ খেলোয়াড়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে আমি দলের অনুশীলনে যোগ দেব। সেরে ওঠার জন্য আমি প্রতিদিনই কাজ করছি। এমনকি রোববারসহ বন্ধের দিনগুলোতেও। আমি যত দ্রুত সম্ভব খেলায় ফিতে চাই।’