শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

বিনামূল্যের বই পেতে গুনতে হচ্ছে টাকা: প্রতিবাদে মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃস্পতিবার,০৪ জানুয়ারী, ২০১৮ : নগরীর নিকটে কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যের বই পেতে শিক্ষার্থীদের অভিভাবকদের গুনতে হচ্ছে তিন হাজার টাকা। বৃহস্পতিবার অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে অভিভাবকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন অভিভাবক মো. মাহফুজ, মো. মাসুদ সিকদার, মো. বাবুল খান, মো. রাসেদ। তারা বলেন, চলতি বছর নতুন বই পেতে ভর্তির নাম করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ভাই এডহক কমিটির সভাপতি মিলে শ্রেণি ভেদে ১৭০০-৩৫০০ টাকা পর্যন্ত আদায় করছেন। টাকা না দিলে ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হচ্ছে না। টানা তিনদিন তারা ভর্তির টাকা কমানোর জন্য প্রধানশিক্ষক ও এডহক কমিটির সভাপতির দ্বারে দ্বারে ঘুরলেও তারা টাকা ছাড়া ভর্তি কিংবা বই কোনটাই হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আনিছুর রহমান দুলাল জানান, ভর্তি ফি অন্যান্য স্কুলের মতো ধার্য করা হয়েছে। অতিরিক্ত কোনো অর্থ আদায় করা হচ্ছে বলে তিনি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনের মোবাইল নম্বরে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ