ডেস্ক রিপোর্ট:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজনুর রহমান মজনু হত্যা মামলায় এজাহারভূক্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।বোচাগঞ্জ থানা সূত্রেজানা যায়, রবিবার দিনাজপুর সদর থানার শেখপুরা নামক এলাকা থেকে শেখপুরা গ্রামের মো. সহিদুল্লাহ এর পুত্র হোসেন শাহারিয়ার সোহান জেলা ডিবি পুলিশ এর একটি দল গ্রেফতার করে । গ্রেফতার এর বিষয়টি দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল নিশ্চিত করেছেন।এদিকে ছাত্রদল নেতা মজনুর পিতা মো.ওবায়দুর রহমান বোচাগঞ্জ থানায় সজল চৌধুরীকে প্রধান আসামি করে ১৪ জনের নামে এবং ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বোচাগঞ্জ থানার মামলা নং- ৫। উল্লেখ্য, গত শুক্রবার ১৪ ফেব্রুয়ারী রাতে বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের সুকদেরবপুর চৌরাস্তা নামক স্থানে টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতা মজনুর নিহত হন।