বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

বোচাগঞ্জে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮

রেজানুল হক রেজু , বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,১৩ ফেব্রুয়ারী ২০১৮ : সেতাবগঞ্জে বে-সরকারী প্রতিষ্ঠান আশা সেতাবগঞ্জ-৩ ব্রাঞ্চ কার্যালয়ে ৩ দিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। ১২ ফেব্রুয়ারী আশা দিনাজপুর (বীরগঞ্জ) এর সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ একরামুল হক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ হেমন্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন হাট রামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামীম হোসেন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থেরাপিষ্ট ডাঃ রুবিয়া আক্তার, আশা সেতাবগঞ্জ-৩ ব্রাঞ্চ এর ম্যানেজার মোঃ মামুনুর রশিদ প্রমুখ। ক্যাম্পে শতাধিক দরিদ্র মানুষকে ফিজিওথেরাপী চিকিৎসা সেবা দেওয়া হয়। উল্লেখ্য যে বে-সরকারী প্রতিষ্ঠান আশা দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে কাজ করে আসছে। আশা হত দরিদ্র সুবিধা বঞ্চিত সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য সচেতনা মুলক কিছু কর্মসূচী গ্রহন করেছে। আশা মনে করেন আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রোগহীন সু-স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অপরিহার্য। আশা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির সু-স্বাস্থ্য প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ