শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

ভোলাহাটে মাদক মামলার আসামি গ্রেফতার

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
সোমবার, ১৩ জুলাই, ২০২০

বর্তমানকন্ঠ ডট কম, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ : ভোলাহাটে মাদক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। ১২ জুলাই সকাল ১০ টার দিকে মামলার আইও এসআই সিরাজুল ইসলাম উপজেলার চামুশা গ্রামের রানাউলের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী সামিম (৩৫)কে ফুটানিবাজার থেকে গ্রেফতার করেন।

১১ জুলাই বীরশ্বরপুর গ্রামের কাউসার আলীর বাড়ি হতে ৩’শ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী রুবিয়া খাতুন (৩৫)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়। এই মামলায় বাঁকী ৪জন পালতক আসামীর মধ্যে সামিমকে গ্রেফতার করা হয়।

মামলার আইও এসআই সিরাজুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ মামলায় মোট ৫জন আসামীর মধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে। বাঁকী ৩জনকে গ্রেফতার চেষ্টা অব্যহত আছে। গ্রেফতারকৃত সামিমকে আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়।
ছবিক্যাপশনঃ ফেনসিডিল ব্যবসায়ী সামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ