শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

মাঠ মাতাবেন ২ ফাইনালিস্ট দলের প্রেসিডেন্টরাও

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
রবিবার, ১৫ জুলাই, ২০১৮

স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,১৫ জুলাই ২০১৮: আর মাত্র কিছু সময় পরই পর্দা নামছে ফুটবল মহাযজ্ঞের। নানা ঘটনা ও নাটকীয়তা শেষ করে বিশ্বকাপ এখন শেষ জায়গায় দাঁড়িয়ে। প্রস্তুত ফাইনাল মঞ্চ মস্কোর লুঝনিকি। প্রস্তুত দুই ফাইনালিস্ট দল ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের এই ফাইনাল ম্যাচটিতে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের সঙ্গে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং সোশ্যাল মাধ্যমে ঝড় তোলা ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ।

এছাড়াও, থাকবেন গতিদানব উসাইন বোল্ট, বিখ্যাত ব্রিটিশ রক গায়ক মিক জ্যাগার।

এছাড়া ফাইনাল শুরুর আগে সুরে সুরে মঞ্চ মাতাবেন হলিউড অভিনেতা ও র্যাুপ গায়ক উইল স্মিথ। সমাপনী আয়োজনে টুর্নামেন্টের ২১তম আসরের থিম সং ‘লিভ ইট আপ’ গাইবেন তিনি।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মঞ্চে উইল স্মিথের সঙ্গে গলা মেলাবেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী র্যা্পার নিকি জ্যাম ও কসোভার গায়িকা ইরা ইসত্রেফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ