বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

মাধবদীতে স্কুল সুপার মার্কেটে এক মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০

ছিদ্দিকুর রহমান ইমন:
নরসিংদীর মাধবদীতে স্কুল সুপার মার্কেটের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে মার্কেটটির নিচতলায় অবস্থিত স্মার্ট মোবাইল পয়েন্টে এ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক জানান, চোরেরা দোকানে তালা ভেঙে নগদ টাকাসহ প্রায় ১১ লাখা টাকার মোবাইল ফোন নিয়ে গেছে। ভুক্তভোগি স্মার্ট মোবাইল পয়েন্টের মালিক দুই জন। তারা হলেন- মাধবদী শহরের বিরামপুর মহল্লার সজিব আহমদ পিতা মিজানুর রহমান ও আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের তুহিন মোল্লা পিতা ফাইজুল ইসলাম (ডিপ্টি)।

খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগেও মার্কেটের কয়েকটি দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। এ দিকে মার্কেটে নৈশপ্রহরী থাকার সত্ত্বেও বিভিন্ন দোকানে প্রায় ৩৮ বার চুরি সংগঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

সজিব আহমদ জানান, মঙ্গলবার সকালে দোকান খুলে দেখা যায় ভিতরে এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশে থাকা নগদ তিন লাখ টাকা ও বেশ কয়েকটি মূল্যবান মোবাইলসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে ।

মাধবদী থানার ওসি তদন্ত সাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ