বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

মাধবদী এস.পি ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বর্তমানকণ্ঠ ডটকম / ১৮ পাঠক
মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০১৮

খন্দকার শাহিন, বর্তমান কণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮: ‘ বিপুল উৎসাহ উদ্দীপনায় নরসিংদী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী এস.পি ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত নতুন ও পুরাতন শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং একইদিনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।
সকাল ৯ টায় মাধবদী এস.পি ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সফি উদ্দিন আহম্মেদ মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে খেলার উদ্বোধন ঘোষণা করেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মি. কিরণ কুমার দেবনাথের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ:মতিন ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এম. এ হান্নান, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আ: হেকিম মোল্লা, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মি. অর্জুন কুমার সাহা, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন কমিশনার, মো: হাবিবুর রহমান, সাংবাদিক মো: আল-আমিন সরকার, মো: শেখ ফরিদ কমিশনার, ম্যানেজিং কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফারজানা ইয়াসমিন হ্যাপি, কো-অপ্ট সদস্য আলহাজ্ব নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন, মাধবদী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: জাকারিয়া, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন গান্ধী, বিশিষ্ট চিকিৎসক মি. অসীম কুমার সাহা, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, তোফায়েল আহম্মেদ লিটন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হাসনে ভানু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ