শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছি: অর্থমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশে মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে। তবে এমন নয় যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধৈর্যের সঙ্গে কাজ করছি।

বৃহস্পতিবার রাজধানীর শেরে-বাংলা নগরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তর এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ইফাদ হালদা নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরো করবো। আইওএম বৈদেশিক মাইগ্র্যান্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা-নেয়ার কাজ করে তারা। সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কিছুটা আছে। তবে তা খুব বেশি নয়। বিশ্ব অর্থনীতিতে নানামুখী চাপ আছে, আমাদেরও সেসব নিয়েই চলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ