শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

মেক্সিকোতে হলিডে পার্টিতে বন্দুক হামলা, নিহত ১২

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

মধ্য মেক্সিকোর প্রদেশ গুয়ানাজুয়াতোয় একটি হলিডে পার্টিতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে হামলা করে। এতে পার্টিতে যোগ দেওয়া ১২ জন নিহত হয় বলে জানায় মেক্সিকান কর্তৃপক্ষ।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস এক্স-এ (সাবেক টুইটার) সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে।

উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুবই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে। ২০০৬ সালের ডিসেম্বরে দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ