শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪, আহত ৪০

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়।

এতে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম (৭৫), মো. হাবীবুর রহমান (৩৫), রতন মিয়া (২৫) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে সাইকেল আরোহী রতন মিয়াও নিহত হয়েছেন। এ বাসটি মূলত নান্দাইল উপজেলার তারেরঘাটের এক পীরের বাড়িতে যাচ্ছিল। বাসের যাত্রীরা সবাই ওই পীরের মুরিদ।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। এ ঘটনার পর রাস্তায় যানজট লেগে যায়। তা সরানো হয়েছে। আহতদের চিকিৎসা দিতে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত ৪ জনের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ