শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

যান্ত্রিক ত্রুটি: আকাশে ৪০ মিনিট উড়ে ঢাকায় ফিরল বিমান

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, মঙ্গলবার,২০ মার্চ ২০১৮: বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৪০ মিনিট পর আবার ফিরে এসেছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র গ্রাউন্ড অফিসার জাহিদ মিয়া।

তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে ফিরে আসতে হয়েছে। বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে আবার ফ্লাই করবে বলে আমরা আশা করছি।

ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই বিমানটিতে কী ধরনের সমস্যা হয়েছিল তা স্পষ্ট করেননি বিমান কর্মকর্তারা। ৭৩ যাত্রী ধারণে সক্ষম ওই ফ্লাইটে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়, সেটিও ছিল কানাডীয় কোম্পানি বমবার্ডিয়ারের তৈরি ড্যাশ-৮ কিউ৪০০। ওই দুর্ঘটনায় ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয় এবং তাদের মধ্যে ক্রুসহ ২৬ বাংলাদেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ