নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭: রাজধানীর মহাখালীর একটি বস্তিতে সোমবার ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির বাবা রিকশাচালক এবং মা গৃহকর্মী। সোমবার দুপুর ১২টার দিকে বাসার সামনে থেকে ওই শিশুকে পাশের বাসার এক লোক নিজের ঘরে নিয়ে যায়। এ বিষয়ে বনানী থানা পুলিশকে জানানো হয়েছে।