স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর এখন এক বছরেরও কম সময়। ইতোমধ্যে বাছাই পর্ব উতরে মূল মঞ্চের টিকিট নিশ্চিত করেছে ৩২ দল। তবে বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে চাইছে বড় বড় দলগুলো।
এরই ধারাবাহিকায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। মঙ্গলবার রাত বাংলাদেশ ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। সনি টেন থ্রি সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।
একই রাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। সনি টেন ওয়ান সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।
সবশেষ প্রীতি ম্যাচে জাপানকে ৩-১ গোলে পরাজিত করেছে ২০১৮ বিশ্বকাপের হট ফেবারিট নেইমারের ব্রাজিল।