নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রোববার,০৭ জানুয়ারী, ২০১৮ : রাষ্ট্রায়ত্ত তিনটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি নেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরীক্ষা বাতিল চেয়ে নিয়োগ প্রার্থী বগুড়ার আসাদুজ্জামান, কুমিল্লার আবু বকরসহ ২৮ জন রিট দায়ের করেছিলেন।
রাষ্ট্রয়াত্ব তিনটি ব্যাংক ২০১৬ সালে প্রজ্ঞাপন জারি করে। নিয়োগ পরীক্ষা না নিয়ে পরের বছর আবার প্রজ্ঞাপন জারি করায় আমরা রিট আবেদন করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত ২০১৬ সালের প্রজ্ঞাপনে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা কেন পরের প্রজ্ঞাপনের আগে নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১৭ সালের প্রজ্ঞাপনে সব ধরনের পদক্ষেপ নিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামী ১২ জানুয়ারি।