কক্সবাজার,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত আফ্রিকান এক নাগরিকের মৃত্যু হয়েছে। পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে সেবাদানকারী আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এমএসএফ-এ কাজ করতেন তিনি।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৫টা ৫০ দিকে ভাড়া বাসায় বুকে ব্যথাজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
উখিয়া সার্কেল’র দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, আফ্রিকার ভার্কনিয়া পাচো প্রদেশের নাগরিক ফ্রান্সচইস নাবারু গিনেনি গত ৭ অক্টোবর বাংলাদেশে আসেন।
রোহিঙ্গা ক্যাম্পে সংস্থাটির ওয়ার্টার অ্যান্ড স্যানিটেশন ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। তার অকাল মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সে দেশের দূতাবাসকে জানানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তার মৃতদেহ ফেরত পাঠানোর কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।