রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা গণহত্যা জাতিগত নিধনের সামিল : তুরস্কের প্রধানমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

উখিয়া (কক্সবাজার),বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার,২০ ডিসেম্বর ২০১৭: রোহিঙ্গা গণহত্যাকে ‘জাতিগত নিধন’ বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিত ভাবে একযোগে কাজ করা জরুরি হয়ে পড়েছে। বুধবার কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এরআগে তিনি বুধবার বেলা ১১টার দিকে বিমানে কক্সবাজার পৌঁছান। পরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যান। তুরস্ক সরকারের অর্থায়নে নির্মিত ২টি ফিল্ড হাসপাতালের উদ্বোধন এবং রোগীদের ব্যবহারের জন্য ২টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তুরস্কের ডেপুটি উপ-প্রধানমন্ত্রী বেকির বোলজার, সমাজকল্যাণ মন্ত্রী ফাতেমা বেতুল ছায়ান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচএম আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

উল্লেখ, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় আসেন। মঙ্গলবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ