নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৯ জানুয়ারী ২০১৮: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দেশের মানুষকে শিক্ষিত করতে লাইব্রেরি আন্দোলন কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে সারা দেশের চরিত্র বদলে দেয়া সম্ভব।’
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের নাগরি লিপি বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগরীর কবি কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ‘লাইব্রেরি আন্দোলন কার্যকর ভূমিকা রাখতে পারে। এর চেয়ে ভালো কোন উপায়ে দেশের মানুষকে শিক্ষিত করা কঠিন।’
অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা শুধু স্কুল ও কলেজে পড়লেই হয় না। এটা একটি চলমান প্রক্রিয়া। এখন দেশে শিক্ষার হার বেড়েছে। ভালো বই হাতে তুলে দিলে যে কেউ পড়তে পারবে।’
তিনি বলেন, ‘অবসরে মানুষ বই পড়লে জ্ঞানের প্রসার ঘটে এবং মানসিক বিকাশ ঘটে। এরকম কাজে আমাদের এখনই হাত দেয়া উচিত। এর ফলটা অত্যন্ত কার্যকর ও মূল্যবান হবে।’
আব্দুল মুহিত বলেন, ‘এখন দেশে গ্রন্থাগারের সংখ্যা কম। জেলা ও উপজেলা পর্যায়ে যেসব গ্রন্থাগার আছে সেগুলোতে নতুন বই থাকে না। অনেকে ব্যক্তি উদ্যোগে গ্রন্থাগার গড়ে তুলছেন। গ্রন্থাগার আন্দোলন শুরু হলে ঝিমিয়ে পড়া অনেক লাইব্রেরি পুনরুজ্জীবিত হবে।’