স্পোর্টস ডেস্ক । বর্তমানকন্ঠ ডটকম:
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞায় সরব গোটা ক্রিকেটবিশ্ব। প্রিয় এই ক্রিকেটার নিষিদ্ধ হওয়ায় মাশরাফি-মুশফিক থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থরাও আবেগঘন হয়ে উঠেছেন। এবার সাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
মঙ্গলবার রাতে এই তারকা মিডফিল্ডার অফিসিয়াল ফেসবুক পেজে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটির বাংলা তরজমা এরকম- ‘এটা শুনতেই অবাক লাগছে যে, বিশ্বসেরা অলরাউন্ডার এক বছরের জন্য নিষিদ্ধ। তিনি কোনও ফিক্সিংয়ের সঙ্গেও জড়িত ছিলেন না। ক্রিকেটের কিংবদন্তি তিনি। বাংলাদেশের ক্রিকেটের এই কিংবদন্তির অবশ্যই এর থেকে ভালো কিছু পাওনা।’
এই সদুঃসময়ে সাকিবকে আরও শক্ত হওয়ার আহ্বান জানিয়ে জামাল ভূঁইয়া লিখেন- ‘শক্ত হও, আমার ভাই সাকিব আল হাসান। আশা করি খুব দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে তুমি।’