নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২৪ নভেম্বর ২০১৭: ঢাকার পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠান শনিবার (২৫ নভেম্বর) । এদিন ১৯২ জন সাংবাদিককে বরণ করে নেবে এ সংগঠনটি।
ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন জানিয়েছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ২৫ নভেম্বর বিকেল ৩টায় নতুন সদস্য বরণ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডিআরইউর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এবছর ১৯২ জন সাংবাদিককে নতুন সদস্য পদ দেয়া হয়েছে।