শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় শেরপুর-ঢাকা মহাসড়কে গাড়িচাপায় এক নারীসহ ২ পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শিমুলতলীর তারাকান্দি এলাকার আবদুল গফুরের ছেলে জাফর আলী (৫৫) একই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী খুকি বেগম (৪০)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সদর উপজেলার তারাকান্দি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নকলা উপজেলা থেকে শেরপুরগামী একটি গাড়ির চাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।’
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই রুবেল।