বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

শেরপুরে গাড়িচাপায় নারীসহ ২ পথচারী নিহত

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় শেরপুর-ঢাকা মহাসড়কে গাড়িচাপায় এক নারীসহ ২ পথচারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শিমুলতলীর তারাকান্দি এলাকার আবদুল গফুরের ছেলে জাফর আলী (৫৫) একই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী খুকি বেগম (৪০)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সদর উপজেলার তারাকান্দি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নকলা উপজেলা থেকে শেরপুরগামী একটি গাড়ির চাপায় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।’

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ