নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
একদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য শান্তির আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ নামক একটি সংগঠন।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সভাপতি এফ আহমেদ রাজীব বলেন, ‘আমরা দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কোনো সংঘার চাই না। সে লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো কলহ-দ্বন্দ্ব ও সংঘাত না হয় এ জন্য আমরা দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘‘বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টির প্রত্যাশ্যায় সকল পক্ষ-বিপক্ষের মত পার্থক্যে বিরোধ নিস্পত্তিতে সঠিক ক্ষেত্রে সমর্থনকারী এবং দেশব্যাপী বন্ধুত্ব স্থাপনে হিংসা বর্জনে সত্য ও শান্তি প্রতিষ্ঠায় সহযাত্রী স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ সকল পক্ষের সেতুবন্ধন হয়ে থাকবে বলে আমাদের দৃঢ বিশ্বাস।’’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য এ্যাডভোকেট সুলতান আহমেদ, মোয়াজ্জেম হোসেন খান, এইচ এম সিরাজ, অধ্যাপক আলতাফ হোসেন, রাজু আহমেদ খান প্রমুখ।