নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার ২২ নভেম্বর ২০১৭: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের পতন স্বাভাবিকভাবে করতে পারবো বলে মনে হয় না। হাতিয়ার লাগবে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে’
বুধবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল এর আয়োজন করে।
ফখরুল বলেন, ‘যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন তাহলেই তারেক রহমান দেশে আসতে পারবেন। অন্যথায় নয়।’
ছাত্রদল সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আজিজুল বারী হেলাল, শহীদ উদ্দীন চৌধুরী, কামরুজ্জামান রতন, সুলতান সালাহ উদ্দীন টুকু, আমিরুল ইসলাম আলীম, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, সহ সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান প্রমুখ। সভা সঞ্চলনা করেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।