শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

‘সাংবিধানিক সরকারের অধীনেই নির্বাচন’

বর্তমানকণ্ঠ ডটকম / ১০ পাঠক
শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ০২ ফেব্রুয়ারী ২০১৮: সাংবিধানিক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সদর উপজেলার জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে না। সংবিধানে যে সরকার আছে তার অধীনে নির্বাচন হবে। সেই সরকার বিশ্বাস করি। বিএনপি নির্বাচনে আসবে কি না সেটি তাদের খুশি। তারা আসতেও পারে, আবার নাও আসতে পারে। আমরা নির্বাচন করবো। আমরা নির্বাচনমুখী দল। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমরা নির্বাচন করেছি। আমি ছয় বছর জেলে ছিলাম। দুটো নির্বাচন জেল থেকেই করেছি।’

খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘আদালতের রায় মেনে নিতে হবে। বেগম জিয়া আমার নামে ৪২ মামলা দিয়েছিলেন। সেগুলোর অনেক রায়ও হয়েছে। মেনেও নিয়েছি মাথা পেতে। আমার পরিবারকে জেলে দেয়া হয়েছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ