সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

‘সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ’

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

কুড়িগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭: বিজিবি মহাপরিচলালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ‘সীমান্ত হত্যা আমাদের কাম্য নয়। সীমান্ত হত্যা বন্ধে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।’

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে রৌমারী সদর কোম্পানি ও দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প পরিদর্শন ও বিজিবি জোয়ানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে আমরা প্রতিবেশী দেশকে বোঝাতে সক্ষম হয়েছি। এ কারণে অবৈধ পারাপারকারীদের এখন আটক করে আমাদের হাতে তুলে দিচ্ছেন প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনি। পাশাপাশি সভা সেমিনারের মাধ্যমে সীমান্তবাসীকে সচেতন করা হচ্ছে। সীমান্ত টহলে রাস্তা নির্মাণের জন্য ডিজিটাল ম্যাপ তৈরির কাজ চলছে। এছাড়া মায়ানমার সীমান্তেও যত দ্রুত সম্ভব ডিজিটাল ম্যাপ অনুযায়ী টহল রাস্তা নির্মাণ করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন, বি-বাড়ীয়া আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনুরুদ্ধ (এনডিসি, পিএসসি), লে. কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, লে. কর্নেল সাইনুর হোসেন, লে. কর্নেল এ্যাকনিম আবেদীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ