শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

স্বামীকে হত্যার পর টয়লেটে লাশ গুম

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
বুধবার, ২৭ জুন, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার,২৭ জুন ২০১৮: দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা করে বাড়ির টয়লেটে লাশ ঘুম করে স্ত্রী। এক মাস পর সেই টয়লেট থেকে বের হয় দুর্গন্ধ। যার সূত্র ধরেই উদ্ধার করা হয় ট্রাক চালক জামাল মল্লিকের (৪৫) মরদেহ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার দুপুরে পুলিশ টয়লেট থেকে জামাল মল্লিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী আয়োশা বেগমকে (৩৫) আটক করা হয়েছে।

নিহতের ভাই জয়নাল মল্লিক জানান, তার ভাই পেশায় একজন ট্রাক চালক। ৮/৯ মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বউ নিয়ে তিনি ঢাকায় থাকতেন। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বড় বউ বসবাস করতেন ষাইটঘর তেওতা গ্রামে। মাসখানেক আগে জামাল মল্লিক বড় বউ ও সন্তানদের সাথে দেখা করতে তেওতা আসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। গত কয়েকদিন ধরে বড় বউয়ের বাড়ির টয়লেট থেকে পচা দুর্গন্ধ বের হলে এলাকাবাসীর কাছে খবর পান তিনি। এর পর বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ টয়লেটের ঢাকনা খুলে জামাল মল্লিকের লাশ উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগমকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা বলেছেন, দ্বিতীয় বিয়ে করায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী জামালের অণ্ডকোষ চেপে ধরে। এতে মুত্যু হয় জামালের। পরে গুম করার উদ্দেশ্যে মরদেহটি টয়লেটে ফেলা হয়। লাশ ফেলে রাখার পরও টয়লেটটি পরিবারের সদস্যরা নিয়মিত ব্যবহার করতেন।

ওসি জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

শিবালয় সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান ঘটনা স্থল পরির্দশন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ