বিনোদন ডেস্ক,,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ২০ নভেম্বর ২০১৭: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বিয়ের খবর ফাঁস করে অনেক দিন ধরেই বিতর্কের মুখে আছেন। স্বামী চিত্রনায়ক শাকিব খান ও একমাত্র সন্তানকে ঘিরে নানা প্রশ্নের মুখে নিয়মিতই পড়তে হচ্ছে তাকে।
তবে এবার তাকে নিয়ে শোনা গেল অন্য খবর। অপু ভক্তদের জন্য খবরটি কষ্টেরই কারণ হবে। শারীরিক অসুস্থতা ও আনফিটনেসের কারণে ঢালিউড ছাড়ছেন অপু। আর কোনও ছবিতে অভিনয় না করারও ঘোষণা দিয়েছে।
অপু জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই তিনি ওমরা পালন করতে যাবেন। আগামী বছর মক্কায় হজ পালন করবেন এই অভিনেত্রী।
শনিবার রাতে কলকাতা থেকে ফিরে গণমাধ্যমকে অপু বলেন, ‘আমি এখন আমাদের পুত্র জয়ের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে শাকিবের সঙ্গে সংসার করতে চাই। ডাক্তার যেহেতু বারণ করে দিয়েছেন তাই আর অভিনয় নয়, নামাজ, রোজা, হজ নিয়মিত আদায় করে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করব, এটিই এখন আমার একমাত্র ইচ্ছা।’