1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

‘হারকিউলিস’ নামে ধর্ষক হত্যাকারীদের খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১০ পাঠক

নিজস্ব প্রতিবেদক । বর্তমানকণ্ঠ ডটকম:
কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘হারকিউলিস নামধারী ধর্ষণে অভিযুক্তদের হত্যাকারী যেই হোক না কেন তাকে খুঁজে বের করা হবে।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ার এক স্কুলে মুক্তিযোদ্ধাদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো হত্যাকাণ্ডই রাষ্ট্র কিংবা সরকারের কাম্য নয়। এই হারকিউলিস লাগিয়ে যারা হত্যাকাণ্ড করছেন আমি মনে করি তারাও ভালো কাজ করছেন না। আইনেই হাতে তাদের সোপর্দ করাই উচিত ছিল।’

তিনি বলেন, ‘এ ঘটনাগুলোর তদন্ত করে আমরা তার রহস্য উদঘাটন করবো।’

তিনি আরও বলেন, ‘কোনো হত্যাকাণ্ডই সরকার সমর্থন করেনা। ধর্ষণ যেমন একটি অপরাধ, একইভাবে হত্যাও আরেকটি অপরাধ।’

এসময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

উল্লেখ্য, এর আগে ঝালকাঠির রাজাপুরে ধর্ষণে অভিযুক্ত রাকিব নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়ার মৃতদেহে খুনি হিসেবে ‘হারকিউলিস’ এর নাম পাওয়া যায়। তার মৃতদেহে একটি চিরকুটে লেখা থাকে ‘‘আমি পিরোজপুরের ভান্ডারিয়ার স্কুলছাত্রীর ধর্ষক রাকিব। ধর্ষণের পরিনতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।’ তার আগে একই অভিযোগে অভিযুক্ত সজল নামে আরেক জনের মৃতদেহেও চিরকুট মেলে। সজলের লাশে লেখা ছিল ‘আমার নাম সজল…মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি।’

তার আগে সাভার থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, যার মৃতদেহেও ধর্ষণের স্বীকারোক্তিমূলক চিরকুট মেলে।




শেয়ার করে সাথে থাকুন-

এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD