শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৬২৬, মৃত্যু ২

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বুধবার, ২১ আগস্ট, ২০১৯

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম:
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৬ জন রোগী। এছাড়াও বুধবার (২১ আগস্ট) দুপুরের মধ্যেই মারা গেছেন আরও দুই ডেঙ্গু রোগী। দুইজন রাজধানীতে মারা গেছেন।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোছা. নাইনা (২৭) নামে এক তরুণী। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহমুন সিরাজ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উত্তরার মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) নতুন করে এক হাজার ৬২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, সপ্তাহখানেক আগে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছিল, তবে এখন তা আবার বাড়তে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ