শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

খাদ্যে বিষক্রিয়া; ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, হাসপাতালে ১৬

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৬৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হার ক্ষত নিয়েই আরও বড় ধাক্কা খেলো ইতালিয়ান ক্লাব সালেরনিতানা। ক্লাবটি জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে অন্তত ২১ জন খাদ্যে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে খেলা শেষে জেনোয়া থেকে সালের্নোয় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন দলের সদস্যরা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থদের মধ্যে ৮ জন মূল স্কোয়াডের খেলোয়াড়। মোট ১৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এএফপি জানায়, ম্যাচের আগের রাতে যে হোটেলে দলের সদস্যরা অবস্থান করেছিলেন, সেই হোটেলের খাবারই ছিল বিষক্রিয়ার কারণ। ইতোমধ্যে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়েছে।

আগামী শুক্রবার (২০ জুন) ফিরতি লেগে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল সালেরনিতানার। তবে ক্লাবটি ইতোমধ্যে ম্যাচটি পেছানোর অনুরোধ করেছে।

বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি আমাদের খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মৌসুমের শেষ মুহূর্তগুলো যাতে ন্যায্য ও নিরাপদভাবে হয়, তা নিশ্চিত করতে ম্যাচটি পুনঃনির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য, সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার সিরি ‘সি’-তে অবনমন করেছিল। তবে ব্রেসিয়ার পয়েন্ট কেটে নেওয়ায় তারা প্লে-অফ খেলার সুযোগ পায় এবং বর্তমানে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে জয়ের মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর