শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা জাতীয় পার্টির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘শিশুদের নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাদ্রাসাছাত্র মাহবুব শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি

খাদ্যে বিষক্রিয়া; ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, হাসপাতালে ১৬

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৩৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হার ক্ষত নিয়েই আরও বড় ধাক্কা খেলো ইতালিয়ান ক্লাব সালেরনিতানা। ক্লাবটি জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে অন্তত ২১ জন খাদ্যে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে খেলা শেষে জেনোয়া থেকে সালের্নোয় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন দলের সদস্যরা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থদের মধ্যে ৮ জন মূল স্কোয়াডের খেলোয়াড়। মোট ১৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এএফপি জানায়, ম্যাচের আগের রাতে যে হোটেলে দলের সদস্যরা অবস্থান করেছিলেন, সেই হোটেলের খাবারই ছিল বিষক্রিয়ার কারণ। ইতোমধ্যে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়েছে।

আগামী শুক্রবার (২০ জুন) ফিরতি লেগে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল সালেরনিতানার। তবে ক্লাবটি ইতোমধ্যে ম্যাচটি পেছানোর অনুরোধ করেছে।

বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি আমাদের খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মৌসুমের শেষ মুহূর্তগুলো যাতে ন্যায্য ও নিরাপদভাবে হয়, তা নিশ্চিত করতে ম্যাচটি পুনঃনির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য, সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার সিরি ‘সি’-তে অবনমন করেছিল। তবে ব্রেসিয়ার পয়েন্ট কেটে নেওয়ায় তারা প্লে-অফ খেলার সুযোগ পায় এবং বর্তমানে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে জয়ের মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর