শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। আগামী (২৫ জুন) কলম্বোতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজকে সামনে রেখে সোমবার ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে ফিরেছেন লিটন দাস ও নাঈম শেখ। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন। আর দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শ্রীলঙ্কার বিপক্ষে এক জন বেশি, ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সর্বশেষ ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন চারজন—অবসর নেওয়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ, আর বাদ পড়েছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার।
ফিরেছেন লিটন দাস, নাঈম শেখ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও শামীম হোসেন।
অবসর নেওয়া দুই সিনিয়রের জায়গা পূরণে দলে নেওয়া হয়েছে লিটন দাস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করতে পারেন মিরাজ, আর মুশফিকের জায়গায় দেখা যেতে পারে লিটনকে।
ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন নাঈম শেখ। ফলে তার জায়গা করতে বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারকে। ২০২৩ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আবারও লঙ্কানদের বিপক্ষে ফিরছেন নাঈম।
এদিকে ইনজুরি থেকে সেরে ওঠে দলে ফিরেছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, লিটন দাস ও শামীম হোসেন।