অনৈক্যের ৬ ইস্যুতে চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার শেষ বৈঠক

রাষ্ট্রের মূলনীতি, সংসদের উচ্চকক্ষের গঠনসহ সংস্কারের অমীমাংসিত ছয়টি মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর ১২টার দিকে শুরু হওয়া দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশন আয়োজিত বৈঠকের আজই শেষ দিন। এতে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
২৩তম শেষ দিনের বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রের মূলনীতি, সংসদের উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব অনুচ্ছেদ ৪৮(৩); রাষ্ট্রপতি নির্বাচন (ইলেকটোরাল কলেজ পদ্ধতি); সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সম্পর্কিত বিধান; নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব।
এসব বিষয়ে আজও আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ অংশ নিচ্ছে আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল ও ২টি জোটের প্রতিনিধিরা।
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
এর আগে গতকাল বুধবার জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, প্রথম পর্বের বৈঠকে ৫টি সংস্কার কমিশন (সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার) মোট ৬২টি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে।
এ বিষয়ে ড. আলী রীয়াজ সাংবাদিকদের জানান, প্রথম পর্বের বৈঠকে ঐকমত্য হওয়া ইস্যুগুলোর তালিকাসহ জুলাই সনদের একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া আজই কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।
এর আগে গত সোমবার প্রকাশিত ৪ পৃষ্ঠার জুলাই জাতীয় খসড়া সনদের কপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনার পর কমিশনের অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট ২০টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার ফলশ্রুতিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ রচিত হয়। এই খসড়ায় জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মোট ৭টি অঙ্গীকারনামা তুলে ধরা হয়েছে।
সনদের বিষয়ে ড. আলী রীয়াজ জানান, দীর্ঘ পরামর্শ ও আলোচনার ভিত্তিতে রাজনৈতিক ঐকমত্যের আলোকে এই সনদ তৈরি হয়েছে। এবার দলগুলো আলোচনা-পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে। রাজনৈতিক দলগুলোকে সহযোগিতায় আজকের মধ্যেই জুলাই সনদের ইস্যুগুলো চূড়ান্ত করার ব্যাপারে কমিশন আশাবাদী।
এদিকে চলতি দফায় কমিশন এ পর্যন্ত মোট ১২টি বিষয়ে দলগুলো একমত হতে পেরেছে। এছাড়া আরও কিছু মৌলিক ইস্যুতে তারা কাছাকাছি অবস্থানে আছে। এখনো ৬টি মৌলিক ইস্যু অমীমাংসিত। এসব অমীমাংসিত মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বার বার বৈঠকে উত্থাপন করছে জাতীয় ঐকমত্য কমিশন।