শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৯৫ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন করোনায় ৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে শনাক্ত রোগীর সংখ্যা ৪৫২ জন এবং মারা গেছেন ১৯ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন ১৯ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। আর এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৮ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর