শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান

জুলাই স্মরণে ২ হাজার বৃক্ষরোপন করবে ইবি বৈছাআ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৭৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ৭ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনের স্মরণে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

জানা যায়, মহান জুলাই আন্দোলনের স্মরণে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর আওতায় ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হচ্ছে।

বৃক্ষরোপণের স্থান হিসেবে জুলাই উদ্যান, মুগ্ধ সরোবর, কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠ এবং ক্যাম্পাসের অন্যান্য ফাঁকা জায়গা নির্ধারণ করেছেন তারা।

সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ‘জুলাই শহিদদের স্মরণে মাসব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক কাজে আগ্রহী ব্যক্তিদের অনুদান থেকে অর্থ সংগ্রহ করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘আমাদের লক্ষ্য জুলাই মাসের মধ্যেই ২ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন করা। এর ধারাবাহিকতায় আজ জুলাই উদ্যানে বৃক্ষরোপণ করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর