শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি বিদেশ থেকে নয়, নিজ দেশ থেকেই হজে যেতে হবে বাংলাদেশিদের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ দায়িত্বে অবহেলা: মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

গাজীপুরে র‍্যাবকে অবরুদ্ধ করার ঘটনায় মামলা, গ্রেফতার ১৪

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৫৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে স্থানীয় জনতার হামলার শিকার হয়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন র‌্যাব সদস্যরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারা অবরোধমুক্ত হন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। একই মামলায় আরও দেড়শতাধিক অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাব অস্ত্র উদ্ধারের পর আটক মোশারফ হোসেনকে ছিনিয়ে নিতে স্থানীয় জনতা র‌্যাবের গাড়ি ঘিরে ধরে। একপর্যায়ে তারা বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এবং র‌্যাবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

আটককৃত মোশারফ হোসেন (৩৫) ঢুলিপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তিনি বরামা মোড়ে একটি অটোরিকশা মেরামতের গ্যারেজ চালাতেন। র‌্যাবের দাবি, তার গ্যারেজ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, র‌্যাবের গাড়ি অবরুদ্ধের ঘটনায় মামলা হয়েছে। ১৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত আসামি রয়েছে আরও দেড়শতাধিক।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী ড. যাবেদ সাদেক জানান, বরামা এলাকায় র‌্যাবের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর