শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিতে নোবেল জিতে ট্রাম্পকে ফোন মাচাদোর, দেখালেন ‘ভক্তি’ ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব চীনা পণ্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের অবশেষে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমান শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ : ডিএমপি বিদেশ থেকে নয়, নিজ দেশ থেকেই হজে যেতে হবে বাংলাদেশিদের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ দায়িত্বে অবহেলা: মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

নরসিংদী পৌর শহরের প্রবেশ পথে খানাখন্দ, ভোগান্তি চরমে

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৯ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী পৌর শহরে প্রবেশ পথে খাটেহারা এলাকায় সড়ক এর চিত্র-

নরসিংদী পৌর শহরের প্রধান সড়কগুলো এখন খানাখন্দে ভরা। শহরে প্রবেশ পথে খাটেহারা এলাকায় সড়কের ভাঙা অংশে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ যেন এক দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, খাটেহারা এলাকায় সড়কে গর্ত হয়ে যাওয়ার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় হয়ে নরসিংদী আন্তঃজেলা টার্মিনাল ও পৌর শহরে যাতায়াতকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। শুধু এখানেই নয়, জেলখানা মোড় থেকে বাসাইল সড়ক, আরশীনগর, বোয়াকুর ও স্টেশন রোডসহ শহরতলীর গুরুত্বপূর্ণ সড়কগুলোরও আজ বেহাল অবস্থা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলা শহরের প্রধান সড়কগুলো দ্রুত সংস্কার না হলে নরসিংদী শহরের যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হবে। এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

যানবাহন চালকরা বলেন, খানাখন্দের কারণে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায় আড়াই মাস ধরে খাটিহারা এলাকায় সড়কটিতে গর্ত হয়ে আছে। এ সড়কের দূরাবস্থার কারণে অনেকে দুর্ঘটনায় গুরুতর আহত হচ্ছেন বলে জানান।

ট্রাক ড্রাইভার আমিনুল ইসলাম রতন জানান, তিনি গাজীপুর থেকে নরসিংদীর শহরে একটি ট্রিপ নিয়ে এসেছেন ৮ হাজার টাকায়। কিন্তু নরসিংদী শহরে প্রবেশ পথে এখানে (খাটেহারায়) গাড়ি নিয়ন্ত্রণ নিতে পারেননি। ডান পাশে গর্তে পড়ে স্প্রিং ভেঙে গেছে। অনেক কষ্টে গাড়িটা সাইড করে দাঁড়িয়ে আছি। আমার আয়ের থেকে লোকসান হয়ে গেল। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

ফয়সাল হোসেন, তানভীর মিয়া ও রুবেল আহমেদ জানান, সড়কটিতে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তারা এই সড়কের দ্রুত সংস্কার চান।

নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি বলেন, সাহেপ্রতাবের পর তাঁত বোর্ড সংলগ্ন একটি কালভার্ট রয়েছে। কিন্তু দুই পাশে দোকান নির্মাণ করায় খাটেহারা এলাকায় সড়কের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সেখানে গর্ত সৃষ্টি হচ্ছে। কয়েকবার মেরামত করা হয়েছে, কিন্তু বৃষ্টি হলে তা নষ্ট হয়ে যাচ্ছে। তবে চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ হলে পুরোপুরি সংস্কার করে দেওয়া হবে বলে জানান সড়ক বিভাগ।

নরসিংদী পৌরসভা প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, এরইমধ্যে পৌরসভার বিভিন্ন সড়ক টেন্ডারের মাধ্যমে খানাখন্দ সংস্কারের কাজ চলছে।

এদিকে, জেলা শহরে প্রবেশমুখে গুরুত্বপূর্ণ সড়কটিতে খানাখন্দে ভরা, যা দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা সড়কটি যেন দ্রুত সংস্কার করে চালক ও যাত্রীদের ভোগান্তি দূর করা হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর