রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক দলে সংকট, সমঝোতার চেষ্টায় সরকার বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

নরসিংদী পৌর শহরের প্রবেশ পথে খানাখন্দ, ভোগান্তি চরমে

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৬৪ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী পৌর শহরে প্রবেশ পথে খাটেহারা এলাকায় সড়ক এর চিত্র-

নরসিংদী পৌর শহরের প্রধান সড়কগুলো এখন খানাখন্দে ভরা। শহরে প্রবেশ পথে খাটেহারা এলাকায় সড়কের ভাঙা অংশে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ যেন এক দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, খাটেহারা এলাকায় সড়কে গর্ত হয়ে যাওয়ার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় হয়ে নরসিংদী আন্তঃজেলা টার্মিনাল ও পৌর শহরে যাতায়াতকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। শুধু এখানেই নয়, জেলখানা মোড় থেকে বাসাইল সড়ক, আরশীনগর, বোয়াকুর ও স্টেশন রোডসহ শহরতলীর গুরুত্বপূর্ণ সড়কগুলোরও আজ বেহাল অবস্থা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলা শহরের প্রধান সড়কগুলো দ্রুত সংস্কার না হলে নরসিংদী শহরের যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হবে। এ অবস্থায় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

যানবাহন চালকরা বলেন, খানাখন্দের কারণে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রায় আড়াই মাস ধরে খাটিহারা এলাকায় সড়কটিতে গর্ত হয়ে আছে। এ সড়কের দূরাবস্থার কারণে অনেকে দুর্ঘটনায় গুরুতর আহত হচ্ছেন বলে জানান।

ট্রাক ড্রাইভার আমিনুল ইসলাম রতন জানান, তিনি গাজীপুর থেকে নরসিংদীর শহরে একটি ট্রিপ নিয়ে এসেছেন ৮ হাজার টাকায়। কিন্তু নরসিংদী শহরে প্রবেশ পথে এখানে (খাটেহারায়) গাড়ি নিয়ন্ত্রণ নিতে পারেননি। ডান পাশে গর্তে পড়ে স্প্রিং ভেঙে গেছে। অনেক কষ্টে গাড়িটা সাইড করে দাঁড়িয়ে আছি। আমার আয়ের থেকে লোকসান হয়ে গেল। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

ফয়সাল হোসেন, তানভীর মিয়া ও রুবেল আহমেদ জানান, সড়কটিতে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তারা এই সড়কের দ্রুত সংস্কার চান।

নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি বলেন, সাহেপ্রতাবের পর তাঁত বোর্ড সংলগ্ন একটি কালভার্ট রয়েছে। কিন্তু দুই পাশে দোকান নির্মাণ করায় খাটেহারা এলাকায় সড়কের পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সেখানে গর্ত সৃষ্টি হচ্ছে। কয়েকবার মেরামত করা হয়েছে, কিন্তু বৃষ্টি হলে তা নষ্ট হয়ে যাচ্ছে। তবে চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ হলে পুরোপুরি সংস্কার করে দেওয়া হবে বলে জানান সড়ক বিভাগ।

নরসিংদী পৌরসভা প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, এরইমধ্যে পৌরসভার বিভিন্ন সড়ক টেন্ডারের মাধ্যমে খানাখন্দ সংস্কারের কাজ চলছে।

এদিকে, জেলা শহরে প্রবেশমুখে গুরুত্বপূর্ণ সড়কটিতে খানাখন্দে ভরা, যা দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা সড়কটি যেন দ্রুত সংস্কার করে চালক ও যাত্রীদের ভোগান্তি দূর করা হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর