রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক দলে সংকট, সমঝোতার চেষ্টায় সরকার বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৯৩ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ময়মনসিংহ নগরীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রাকিবুল করিম (৫০) নামের এক প্রবাসী। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে ডিভোর্স দেন তার রওশন আক্তার (৪২)।
মঙ্গলবার (১ জুলাই) ভোরে নগরের গুলকী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম ও তার সাবেক স্ত্রী রওশন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরের গুলকী বাড়ি এলাকায় একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট ভাড়া থাকতেন রওশন আক্তার। ওমান প্রবাসী রাকিবুল করিম ও রওশন আক্তারের দুই মেয়ে। বড় মেয়ে ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পারিবারিক কলহের জেরে রাকিবুলকে তিন মাস আগে তার স্ত্রী ডিভোর্স দেন।

আরো জানা গেছে, মঙ্গলবার ভোরে রওশন আক্তার যে বাসায় ভাড়া থাকেন সে বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করেন রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে পেয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম। প্রায় তিন মাস আগে স্ত্রী তাকে তালাক দেয়। সকালে বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করে। তারপর নিজের জমির দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর